নির্বিঘ্নে পাঠদানের জন্য শিক্ষকদের জরুরী করোনা টিকা দেয়া উচিত-ইউনিসেফ

করোনার প্রকোপে বিশ্বব্যাপী শিশুদেরর শিক্ষায় ব্যাপক প্রভাব পড়েছে।একমাত্র যদি শিক্ষকদের স্কুলে ফেরত আনা যায়, তবেই সেই পরিস্থিতির উন্নতিতে হয়তো কিছু করা যাবে।

তাই ১ম সারির করোনাযোদ্ধাদের টিকা দেয়ার পর জরুরি ভিত্তিতে শিক্ষকদের করোনা টিকা দেওয়া উচিত বলে মনে করছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

গত  ১৫ ডিসেম্বর রোজ মঙ্গলবার ইউনিসেফ তার  সদর দপ্তর নিউইয়র্ক থেকে  এক বার্তায় এসব কথা জানিয়েছেন।

ইউনিসেফ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও করোনার কারণে  বন্ধ রয়েছে। শিক্ষকদের যদি একবার টিকা দেয়া হয়, তাহলে তাঁরা ক্লাসে পড়াতে পারবেন। তাহলে শিক্ষকদের আর করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে না,নির্বিঘ্নে স্কুলে পাঠদান শুরু করতে পারবেন।

করোনার কারণে ২০২০ সালে বিশ্বের স্কুলগুলো বন্ধ হওয়া শুরু হলে  বিশ্বব্যাপী প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছিল। তারপরও শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।

এর মধ্যে করোনা সংক্রমণ কমে আসায় কোন কোন দেশে স্কুল খোলা হয়েছে। ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী প্রতি ৫ জনের মধ্য ১ জন স্কুলশিক্ষার্থীর স্কুল বন্ধ। আর স্কুলে যেতে না পারা শিশুর সংখ্যা ৩২০ মিলিয়ন।

ইউনিসেফ আশঙ্কা প্রকাশ করেন, স্কুলের থেকে যত বেশি সময় শিশুরা দূরে থাকবে, ততই ঝড়ে পড়া সংখ্যা বাড়তে থাকবে।তাই ঝড়ে পড়া সংখ্যা সংখ্যা নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায় স্কুলে ক্লাস শুরু করা।

সেই পথে না হাঁটলে শিক্ষাক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে বলে মত প্রকাশ করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর।

তিনি বলেছেন, ‘খুবই কঠিন এ সিদ্ধান্ত (স্কুল খোলা) নেওয়া, কিন্তু একটা কোনো উপায় বের করতেই হবে। পরবর্তী প্রজন্মের কাছে আগামী দিনগুলো যাতে সুন্দর হয়, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরই।

আর পরবর্তী প্রজন্মকে যাঁরা (শিক্ষক) গড়ে তুলবেন, তাঁদের নিরাপত্তা দিয়েই কাজটা শুরু করতে হবে। সেই কারণেই আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার।’

হেনরিয়েটা ফোর বলেন, করোনা সংক্রমণের প্রভাবে বিশ্বব্যাপী শিশুদের শিক্ষায় ব্যাপক প্রভাব পড়েছে। শিক্ষকদের যদি স্কুলে ফেরত আনা যায়, তাহলে সেই পরিস্থিতির উন্নতিকল্পে হয়তো কিছু করা যাবে।

সূত্র-প্রথম আলো

আরো পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ানো হচ্ছে
শিশুরা যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে পারেন তার প্রস্তুতি নিচ্ছেন সরকার
চাকরিচ্যুত হতে পারেন জাতীয়করণকৃত আড়াইহাজার অযোগ্য শিক্ষক
২০২১ সালের জানুয়ারি থেকে প্রাথমিক শিক্ষকদের জিপিএফ অনলাইনে
ইএফটি ফরম পূরণের সাথে প্রাথমিক শিক্ষকদের যেসব কাগজপত্র জমা দিতে হবে

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান