জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকপ্রাপ্ত গরীব ও মেধাবী কুইন শিক্ষক হতে চান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় দেশের সকল কলেজের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক পাওয়া কুইন আরা শিক্ষক হতে চান।

কুইন আরা মাগুরা সদরের বেরইল গ্রামে অবস্থিত নাজির আহমেদ কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তার প্রাপ্ত সিজিপিএ ৩.৬৮।

সে এর আগে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা গার্লস স্কুল এ্যান্ড আইডিয়াল কলেজের মেধাবী ছাত্রী ছিলো। এইচএসসিতে তার প্রাপ্ত জিপিএ ৫ এবং এসএসসিতে প্রাপ্ত জিপিএ ৪.৬৯।

কুইনের  বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের ঝগড়দিয়া গ্রামে। পরিবারে ৭ভাই-বোন,তার বাবা কাঠের ব্যবসা করেন। তেমন জমি-জমা নেই,তাই বর্গা চাষ করেন। দিন এনে দিনে খাওয়া বাবার সংসার চালাতে হিমশীম খেতে হয়। তারপর ৭ ছেলেমেয়েরই লেখাপড়ার খরচ।

এমন পরিস্থিতির শিকার হয়েও মুখে হাসি ফুটিয়েছেন বাবা মোস্তাফিজুর খানের মেয়ে কুইন। সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সারাদেশের কলেজগুলোর মধ্যে সমাজবিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন।

কুইনের বাবা মোস্তাফিজুর রহমান বলেন, আমি যে ব্যবসা করি তা দিয়ে ছাওয়াল মায়ের ঠিকমত খাওয়াতি পারি নাই। সেজো মায়ে কুইন কষ্ট করে বাড়ি বাড়ি যায়ে টিউশনি করতো। যা পাতো তাই দিয়েই পড়ালেখার খরচ চালাতো। সে স্বর্ণপদক পাইছে,তাই খুশিতি আমার পরানডা ভরে গেছে। আমার এর চেয়ে বেশি আর চাওয়া নাই।

মাগুরা সদরের নাজির আহমেদ কলেজের অধ্যক্ষ খন্দকার হায়াত আলী বলেন, প্রতিকুল পরিবেশেই মেধার বিকাশ ঘটে। কুইন আরার পরিবার খুব গরীব হলেও সে মেধাবী ছাত্রী ছিল। লড়াই করে পড়ালেখা করা একটি মেয়ে কুইন। আমরা স্বর্ণপদক পাওয়া কুইন আরাকে নিয়ে গর্ব বোধ করি।

মেধাবী ছাত্রী  কুইন আরা বলেন, আমি ক্লাস নাইন থেকেই টিউশনী করে লেখাপড়ার খরচ চালিয়েছি।

পড়ানো এখন আমার কাছে খুব ভালো লাগে। ভবিষ্যতে শিক্ষকতা করে জীবনটা কাটাতে চাই।

আরো পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ)পরীক্ষার সময়সূচি প্রকাশিত
আজ থেকে শুরু মেডিকেলে ভর্তি আবেদন,যেভাবে আবেদন করবেন
স্নাতক ও ডিপিএড যোগ্যতা অনুযায়ী প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড যৌক্তিক দাবী
ডিপিএড ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ
করোনার মধ্যেও পুরোদমে চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ফল প্রকাশ

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান