টিকা নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের এনআইডি বানাতে সহযোগিতা করছেন চবি

এনআইডি (জাতীয় পরিচয়পত্র) না থাকায় করোনা টিকা নিবন্ধন করতে পারছিল না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অসংখ্য শিক্ষার্থী ।এজন্য শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছিল।

অবশেষে সকল উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে তাদের(শিক্ষার্থীদের) এনআইডি বানানো হচ্ছে।

আজকে ১০জুলাই রোজ শরিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী এনআইডি জটিলতায় নিবন্ধন করতে পারছে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দ্রুত এনআইডি কার্ড করতে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত মার্চে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য দুটি ফরমে আবেদন করতে বলা হয়।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৭,৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে টিকার জন্য আবেদন করেন মাত্র ১৩,২৭৬ জন শিক্ষার্থী। এরমধ্যে আবাসিক শিক্ষার্থী রয়েছেন মাত্র ৪ হাজার জন।

আরো পড়ুন
ভুলে যাওয়া নগদের পিন যেভাবে আপনি নিজেই রিসেট করবেন
মাদ্রাসা শিক্ষাবোর্ডে বৃত্তিপ্রাপ্ত সাধারণ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য চেয়ে আদেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মান যাচাইয়ের নির্দেশ
অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ২য় বর্ষে প্রমোশন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান