পরীক্ষা নেয়া সম্ভব নয় বলে,শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরের শ্রেণিতে নেয়া হচ্ছে-প্রধানমন্ত্রী

পরীক্ষা নেয়া সম্ভব নয় বলে,প্রমোশন দিয়ে শিক্ষার্থীদের পরের শ্রেণিতে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা।

আজকে ৮ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাওরের বিস্ময় কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের  উদ্বোধনকালে তিনি এ কথা জানিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবচেয়ে কষ্টের বিষয়  হচ্ছে,আমাদের ছোট ছোট ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারতেছেন না, কলেজে যেতে পারতেছেন না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারতেছেন না। তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে,তার পরও আমরা চাই তাদের পড়াশুনাটা যেন চলমান থাকে।

তিনি পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার পরামর্শ দিয়ে বলেন, খেলাধুলার দিকেও  নজর দিতে হবে,খোলা বাতাস এবং রোদে থাকতে হবে। করোনাভাইরাস দূর করার জন্য এটা একান্তভাবে প্রয়োজন।আপনারা স্বাস্থ্য সুরক্ষার বিধি মেনে চলবেন, যাতে এই করোনাভাইরাসে আর কোন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি আরো বলেন, ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ভার্চুয়াল(অনলাইন) পাঠেও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। করোনা জয় করেই এগিয়ে যেতে হবে, এটার কোন বিকল্প নেই।

এ সময় স্বাগত বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এ ছাড়া  প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিঠামইন প্রান্ত থেকে মোনাজাত অনুষ্ঠিত হয় এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ইয়াকুব আলী।

আরো পড়ুন
২য় শ্রেণির স্নাতক ডিগ্রীধারী শিক্ষকরা ১৩তম নয় বরং ১০ম গ্রেডের যোগ্য
বিসিএস শিক্ষকতা ছেড়ে যে কারণে আমি বিদেশে ক্লিনার হলাম
প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হোক

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান