শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে

করোনা পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা  জনাব এম এ খায়ের আজ (২৭আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য যে, করোনাভাইরাসের বিস্তার রোধ করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য   শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কয়েক বার বর্ধিত করা হয়েছে। গত ১৭ মার্চ ২০২০ ইং তারিখ থেকে সকল  শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধের সময়ে  ঘরে বসেই শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের ব্যবস্থা নিয়েছে সরকার।

আরো পড়ুন

যেভাবে গণিত অলিম্পিয়াড কোর্সটিতে অংশগ্রহণ করে সার্টিফিকেট অর্জন করবেন(ছবিসহ)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি থাকার কোন প্রয়োজন আছে কি?

প্রাথমিকে প্যানেল করার কোন সুযোগ নেই-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

অন্যদিকে,এবারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা আনুষ্ঠানিকভাবে  নেয়ার পরিবর্তে মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা পরিকল্পনা নিয়েছে সরকার। কোভিড-১৯ ভাইরাসের কারণে সিলেবাস শেষ না হওয়া, সেশন জট সৃষ্টি না করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান