শিগগিরই শূন্য পদে ৫৬ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)  শূন্য পদে ৫৬ হাজার শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছেন।৫৬ হাজার শূন্য পদের বিপরীতে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন ।

তিনি বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মূল বাধা মামলার বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছি। এটা এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তারপর মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, প্রায় ২বছর ধরে বেসরকারি শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে । নিয়োগপ্রত্যাশীরা এ নিয়ে আন্দোলনও করছেন ।

অন্যদিকে,উচ্চ আদালতে ১৩তম নিবন্ধনধারীরা বেসরকারি শিক্ষক পদে নিয়োগের সুযোগ পেতে একটি রিট মামলা করেন । উচ্চ আদালত রিটের ২ হাজার প্রার্থীকে আবেদনের সুযোগ দেয়ার নির্দেশনা দেন।

এছাড়াও বয়স ৩৫ বছর পূর্ণ হয়ে গেছে এমন নিয়োগপ্রত্যাশীদেরও সুযোগ দেয়ার নির্দেশনা দেয়া হয়।

Check Also

এনটিআরসিএ

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, ২৬,২৪২জন উত্তীর্ণ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতাধীন ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা …

আগামী সপ্তাহে  শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল

আগামী সপ্তাহে শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল

অবশেষে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফল প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন …

আপনার মতামত জানান