প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হলেন গোলাম হাসিবুল

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব গোলাম মোঃ হাসিবুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজকে (২৫ অক্টোবর) রোজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম-আল-হোসেন আগামী ৩১ অক্টোবর অবসরে যাবেন।জনপ্রশাসন মন্ত্রণালয় আজকে আলাদা  একটি আদেশে জনাব আকরাম-আল-হোসেনের পিআরএল অনুমোদন করেছেন ।

আকরাম-আল-হোসেন অবসরে গেলে ছুটিতে গেলে গোলাম মো. হাসিবুল আলম  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করবেন।

মোঃ হাসিবুল আলম ১৯৬৪ সালে নীলফামারী জেলায় জন্ম গ্রহণ করেন এবং ১৯৮৯ সালে তিনি বিসিএস ক্যাডার হিসেবে যোগ দেন। , পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে তিনি  মাঠ প্রশাসনে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

তাছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আগে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ছিলেন ।

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান