সরকারি বাসায় না থাকলে কর্মকর্তারা বাসাভাড়া ভাতা পাবেন না -প্রধানমন্ত্রী

সরকারি বাসায় কর্মকর্তা-কর্মচারীরা না থাকলে বাসাভাড়া বাবদ তারা যে  ভাতা পান তা কেটে নেয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকে ২২ ডিসেম্বর রোজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা বাসাতেই তাদেরকে থাকতে হবে। যদি কোন কর্মকর্তা বাসা বরাদ্দ নিয়ে সেখানে না থাকেন,তাহলে বাসাভাড়া বাবদ তিনি যে  ভাতা পান তা পাবেন না।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব জনাব আসাদুল ইসলাম একনেক বৈঠক শেষে  সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত বাসা রয়েছে।

চিকিৎসক,শিক্ষকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বাসা বানানো হয়েছে।কিন্তু  তারা সেসব বাসায় থাকেন না।

বেতন বৃদ্ধির ফলে এখন যে বাসা ভাড়া পাওয়া যায়, তার চেয়ে কম টাকায় বাইরে বাসা ভাড়া পাওয়া যায়। তাই তারা বাইরেই থাকেন। ফলে সরকারি টাকায় তৈরি বাসাগুলো অব্যবহৃত থেকে নষ্ট হয়ে যায়।

সচিব মহোদয় আরো বলেন, একনেক সভায় এজন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন- বাসা বরাদ্দ যাদের নামে হবে, তাদের সেই বাসাগুলোতেই  থাকতে হবে। যদি তারা না থাকেন, তাহলে বাড়িভাড়া বাবদ তারা যে ভাতা পান, তা পাবেন না।

আরো পড়ুন
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষকদের ১ম শ্রেণির মর্যাদা দেয়া হোক
কিন্ডারগার্টেন স্কুলগুলো ভর্তির জন্য শিক্ষার্থী খুঁজে পাচ্ছে না
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান