যেভাবে এবার হবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি

আগামী ২৫শে নভেম্বর বেলা ১১টা থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য আবেদন শুরু হবে।

আবেদন চলবে ৮ই ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত।

আজ ১৬নভেম্বর ২০২১ইং রোজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির এই বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারও স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অনলাইনে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ১৫ই ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু টেলিটক প্রি-পেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে এই ফি দেওয়া যাবে।

Check Also

পরীক্ষার্থী

৫ দিনের মধ্যে লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের ভর্তির নির্দেশ

আগামী ৫ দিনের মধ্যে লটারিতে স্কুলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশনা দিয়েছে …

পরীক্ষার্থী

এ বছরও ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী ভর্তি

সরকারি মাধ্যমিক স্কুলে এ বছরও আগের মতোই ডিজিটাল লটারির মাধ্যমে  শিক্ষার্থী ভর্তি করা হবে। এন্ট্রি …

আপনার মতামত জানান