আগামী ২০ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলগুলোতে ভর্তির নির্দেশ

সরকারি স্কুলগুলোতে আগামী ২০ জানুয়ারির মধ্যে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের এবং ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিতদের ভর্তি শেষ করতে হবে ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার  এ নির্দেশনা দিয়ে দেশের সব সরকারি স্কুলগুলোতে  চিঠি পাঠানো হয়েছে।

কোটা ও অন্যান্য সব কাগজ যাচাই করে এ সময়ের মধ্যে ভর্তির সমস্ত কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছেন  মাউশি।

চিঠিতে বলা হয়েছে, সরকারি স্কুলগুলোতে ২০ জানুয়ারির মধ্যে লটারির ফল অনুযায়ী স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্ম নিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, সংরক্ষিত কোটা থাকলে সে সংক্রান্ত কাগজ যাচাই করে  ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

অপেক্ষমান তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি শেষ করতে হবে।উল্লেখ্য যে সরকারি স্কুলগুলোর ৭৭,১৪০টি শূন্য আসনের বিপরীতে  ৫,৭৩০০০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিল।

সরকারি স্কুলগুলোতে গত ১১ জানুয়ারি শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন
সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হোক
এপ্রিল মাসের আগে স্কুল কলেজ খোলার কোন পরিকল্পনা আপাতত নেই
১১ মাস পার,এখনও ১৩তম গ্রেডের সুবিধা পাননি প্রাথমিকের সহকারী শিক্ষকরা
শিক্ষাপ্রতিষ্ঠান টিকা নিশ্চিত করার পরে খোলা হোক-অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান