সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হোক

দেশের নীতিনির্ধারকগণ বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছেন শিক্ষার ভিত্তি, ভিত্তি মজবুত না হলে শিক্ষার উন্নয়ন কখনোই সম্ভব নয়।কথাগুলো বুলিতেই সীমাবদ্ধ,বাস্তবে প্রাথমিক শিক্ষা নিয়ে কর্তৃপক্ষের উদ্যোগ নেই।উর্ধ্বতনরা এখানে প্রেষণে এসে প্রজ্ঞাপন জারির হিড়িক শুরু করেন।প্রাথমিক শিক্ষার মুল কর্ণধার সহকারী শিক্ষকরা যাদের উপরই নির্ভর করে মানসম্মত প্রাথমিক শিক্ষার সফলতা অথবা ব্যর্থতা, তারাই পদে পদে অবহেলিত।

শিক্ষকদের অবহেলিত রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন করাবেন কাদের মাধ্যমে?সহকারী শিক্ষক নিয়োগে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ২য় শ্রেণির স্নাতক।যোগদানের পরে বাধ্যতামূলকভাবে ডিপিএড সম্পন্ন করতে হয়।শিক্ষকদের সমযোগ্যতার অন্যান্য পেশায় এন্ট্রিপদ ১০ম গ্রেডে আপগ্রেড করে পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হচ্ছে।

অথচ সমযোগ্যতায় প্রাথমিক শিক্ষকরা ১৩তম গ্রেডে আটকে রয়েছেন।শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলে সত্যিকারে গণ্য করা হতো তাহলে প্রথমে প্রাথমিকের সহকারী শিক্ষকদের এন্ট্রিপদ ১০ম গ্রেডে নির্ধারণ করে পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হতো।কিন্তু দুঃখজনক হলেও সত্য, শিক্ষা নিয়ে এদেশের কারো মাথাব্যথা নেই কারণ নীতিনির্ধারক মহোদয়গণের সন্তান বিদেশে পড়াশুনা করেন।

তাই উনাদের এটা বোধগম্য হয়না যে উচ্চতর গ্রেড না দিয়ে মেধাবীদের কখনো প্রাথমিকের শিক্ষক হিসেবে আকৃষ্ট করা যাবেনা বা ধরে রাখা যাবেনা।কিন্তু নীতিনির্ধারক মহোদয়গণ অন্য ডিপার্টমেন্টের কর্মচারীদের উজার করে দিলেও প্রাথমিক শিক্ষকদের দিতে চিরকালেই খাজাঞ্চিতে টান পড়ে যায়।এখানে তেলও কম কিন্তু ভাজাও মচমচে চাওয়া হয়।

১৩তম গ্রেডে কখনো ১০ম গ্রেডের মানসম্মত শিক্ষক পাবোনা।আর মানসম্মত সহকারী শিক্ষক না পেলে কখনো মানসম্মত প্রাথমিক শিক্ষাও অর্জন করা যাবেনা কারণ পাঠদানের মূল কাজটিই করেন সহকারী শিক্ষকরা।তাই নীতিনির্ধারক মহোদয়গণের প্রতি আবেদন মানসম্মত প্রাথমিক শিক্ষার স্বার্থে প্রাথমিকের সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে ১০ম গ্রেড দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হোক।

লেখকঃ মাহফিজুর রহমান,শিক্ষক ও ব্লগার

Check Also

সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে ঘর থেকে বের করে দিলেন সন্তানরা

সন্তানদের বিরুদ্ধে সব সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধরের পর ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ …

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) । গত বছরের …

আপনার মতামত জানান