ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় বাংলাদেশী শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছেন

ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় বাংলাদেশী শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছেন । এই স্কলারশিপের নাম দেয়া হয়েছে  ‘সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ

বাংলাদেশি কোন শিক্ষার্থী এই এ স্কলারশিপ পেলে বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতে পড়তে পারবেন। সাসেক্সে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের জন্য বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এ স্কলারশিপ চালু করেছেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

এ স্কলারশিপ পেতে হলে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে।

অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

বিনা বেতনে অধ্যয়নের জন্য যোগ্যতা প্রমাণ দিতে হবে।

ব্রিটেনে জীবনযাত্রার খরচ মেটানোর সামর্থ্য তার থাকতে হবে।

সাসেক্সের ২০২১–এর স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে।

ইউনিভার্সিটি অব সাসেক্সের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‌স্কলারশিপের সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা তিন হাজার ব্রিটিশ পাউন্ড স্কলারশিপে পাবেন ।

স্কলারশিপের আওতায় থাকা বিয়ষগুলোতে স্কলাশিপের সুযোগ পাওয়া বাংলাদেশিরা পড়তে পারবেন।’

আগামী বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত স্কলারশিপের জন্য আবেদন করা যাবে । কতজনকে  স্কলারশিপ দেয়া হবে, সে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবেন ।

আরো পড়ুন
২য় শ্রেণির স্নাতক ডিগ্রীধারী শিক্ষকরা ১৩তম নয় বরং ১০ম গ্রেডের যোগ্য
টাকা দিয়ে শিক্ষকদের মর্যাদা নির্ণয় করা যায়না কথাটি শিক্ষকদের ঠকানোর একটি কৌশল
আগামী ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক নিয়োগ আবেদনে ভুল সংশোধনের সুযোগ

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান