স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেশি বেতন দিলে কি লাভ?

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেশি বেতন দিলে কি লাভ?

১। উচ্চ মানের বেতন দেখে ভালো ছাত্ররা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে।

২। বেতনের সাথে শিক্ষকদের অহমবোধ বাড়বে।

৩। শিক্ষকদের জ্ঞান এবং অহমবোধ বেশি হলে শিক্ষক থেকে ছাত্রের মাঝে জ্ঞানের প্রবাহ ভালো হয়।

৪। শিক্ষকদের বেতন এবং সম্মান বেশি হলে শিক্ষকরা প্রাইভেট, কোচিং-এ কিংবা পার্ট-টাইম পড়ানোর প্রবণতা কমবে এবং প্রয়োজনে আইন করে এইসব বন্ধ করার যৌক্তিক কারণ থাকবে।

৫। শিক্ষকরা ক্লাসে পড়ানোতে, ক্লাস প্রস্তুতিতে সময় বেশি দিতে পারবে।

৬। শিক্ষকরা ক্লাসে ভালো পড়ালে ছাত্রদের প্রাইভেট ও কোচিং পড়ার প্রবণতা কমবে এবং এতে করে শিক্ষার্থীর পেছনে অভিবাবকদের খরচ কমবে।

৭। এর ফলে শিক্ষার্থীরা প্রাইভেট বা কোচিং-এ পড়তে যাওয়ার সময় বাঁচবে। সেই সময়টা তারা খেলাধুলা ও অন্যান্য এক্সট্রা কাররিকুলার এক্টিভিটিজ করতে পারবে।

৮। বিকালে কোচিং-এ না যাওয়ার কারণে রাস্তায় ট্র্যাফিক কমবে।

৯। শিক্ষার্থীদের নিজে পড়ে বোঝার সক্ষমতা বাড়বে।

এতসব লাভ সত্বেও আমরা এখন পর্যন্ত এইটা নিশ্চিত করতে পারছি না। সকল শ্রেণীর শিক্ষকদের জন্য স্বতন্ত্র ভালো মানের বেতন স্কেল ব্যতীত শিক্ষার মানের উন্নতির কোন সম্ভবনা নাই। স্কুলের শিক্ষকদের রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারীর মর্যাদা দিয়ে রাষ্ট্রের মেরুদন্ড গড়া সম্ভব না।

লেখকঃ  কামরুল হাসান মামুন,অধ্যাপক,ঢাকা বিশ্ববিদ্যালয়

আরো পড়ুন
কোন শিক্ষক তাঁর নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন না
আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা
আগামী নভেম্বরের শুরুর দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে
৩৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মূল সনদ থেকে বঞ্চিত হচ্ছেন
পৃথিবীতে সবচেয়ে কঠিন হচ্ছে শিক্ষক হওয়া

Check Also

প্রাথমিক শিক্ষক

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হোক

দেশের নীতিনির্ধারকগণ বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছেন শিক্ষার ভিত্তি, ভিত্তি মজবুত না হলে শিক্ষার উন্নয়ন কখনোই …

প্রাথমিক শিক্ষক

১০ম গ্রেড দিয়ে সহকারী শিক্ষকদের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হোক

প্রাথমিক শিক্ষকরা অবুঝ শিশুদের শিক্ষা দেয়ার মত সবচেয়ে কঠিন ও গুরুদায়িত্ব পালন পালন করেন।পরিশ্রমের দিক …

One comment

  1. MD ANOWER HOSSAIN

    THANK you sir for your right information

আপনার মতামত জানান