স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকেও ভ্যাকসিন দেয়া হবে-স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকেও করোনার টিকা দেয়া হবে।

আজ ৩মার্চ রোজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন  আরও ভ্যাকসিন আনা যদি সম্ভব হয়,তাহলে ভ্যাকসিন নেয়ার  বয়সসীমা আরও কমানো হবে। শিক্ষার্থীদেরকে টিকা দেয়ার শিডিউলের বিষয়টিও তখন ভেবে দেখা হবে।

সরকারি কর্মচারী,বিদেশি নাগরিক, বিভিন্ন পোর্টে যারা কাজ করেন, তাদেরকেও ভ্যাকসিন দেয়া হবে। বিদেশিরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা পাবেন ।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান,৩৩ লক্ষ মানুষকে এখন পর্যন্ত ভ্যাকসিন দেয়া হয়েছে,আরও ৪৫ লক্ষ মানুষ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

৪ কোটি ডোজ ভ্যাকসিন ‘জুলাইয়ের মধ্যে পাওয়া যাবে। এমনকি অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়াও অন্য দেশ থেকেও টিকা আনার জন্য আলোচনা চলছে।

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান