শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্কুল থেকে বই নিতে হবে

করোনা ভাইরাসের প্রকোপের কারণে শিক্ষার্থীদের হাতে এবার বিকল্প পদ্ধতিতে পাঠ্যবই তুলে দেয়া হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্কুল থেকে শিক্ষার্থীদের বই নিতে হবে।

প্যাকেটজাত বই একেক দিন একেক ক্লাসের শিক্ষার্থীদের হাতে  তুলে দেয়ার সাথে সাথে পুরাতন বই জমা নেয়া হবে ।নতুন সিলেবাসে আগের বছরের কিছু বিষয় যুক্ত করা হবে।

তাই নতুন পাঠ্যবই নেয়ার সময় আগের বছরের পুরনো বই বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

করোনার সংক্রমণ রোধ করতে গত ১৭ই মার্চ থেকে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ১৬ই জানুয়ারি পর্যন্ত করা হয়েছে । শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হওয়ায় চলতি বছরের সিলেবাস অসমাপ্ত রেখেই শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হচ্ছে। ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সিলেবাস শেষ না হওয়ায় আগামী বছরের সিলেবাসের সঙ্গে তা রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছেন ।

নতুন বছরের ৩ থেকে ৪ মাস আলাদাভাবে বা নতুন বছরের পাঠ্যক্রমের সঙ্গে পুরনো বইয়ের কিছু অধ্যায় যুক্ত করা হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, শিক্ষার্থীদের সিলেবাস শেষ না করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হলেও আগের সিলেবাসের গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ানো হবে।

আগের বছরের বাদ পড়া বিষয়ে যুক্ত করে আগামী বছরের নতুন সিলেবাস তৈরি করতে এনসিটিবিকে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১শে ডিসেম্বর ভার্চুয়ালি নতুন বছরের পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন করবেন। এ জন্য শিক্ষার দুই মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বই মোড়ক উন্মোচনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এরপর পাঠ্যবই বিতরণের ঘোষণা হলে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন বই সংগ্রহ করতে হবে।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবার ক্লাস ও রোল অনুযায়ী নতুন বই প্যাকেটজাত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ভিন্ন ভিন্ন দিনে ক্লাস ও রোল অনুযায়ী শিডিউল দেয়া থাকবে।বিতরণের জন্য সরকার এ বছর প্রায় ৩৫ কোটি বই মুদ্রণ করছে ।

তাদের মধ্যে মাধ্যমিকের বই প্রায় ২৪ কোটি ৩৪ লাখ,বাকিটা প্রাথমিক স্তরের। মাধ্যমিক স্তরের সব বই ১লা জানুয়ারির আগে না পৌঁছলেও প্রাথমিক স্তরের সব বই পৌঁছে যাবে স্কুলে স্কুলে।

সূত্র-দৈনিক মানবজমিন

আরো পড়ুন
ডিপিএড ২০২০ চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের আদেশ,যেভাবে পূরণ করবেন
কিন্ডারগার্টেন স্কুলগুলো ভর্তির জন্য শিক্ষার্থী খুঁজে পাচ্ছে না
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষকদের ১ম শ্রেণির মর্যাদা দেয়া হোক
সরকারি বাসায় না থাকলে কর্মকর্তারা বাসাভাড়া ভাতা পাবেন না -প্রধানমন্ত্রী

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান