১৭ অক্টোবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল খুলছে,২০অক্টোবর থেকে ক্লাস শুরু

আগামী ১৭ অক্টোবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল খুলছে এবং ২০ অক্টোবর থেকে একাডেমিক ক্লাসগুলো সশরীর শুরু হবে।

আজ ৩০সেপ্টেম্বর ২০২১ইং রোজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ও একাডেমি কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা হবে। পরবর্তীতে ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে।

এ ছাড়া এ বছরের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান