২০২১সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছেন।

বর্ধিত সময় অনুযায়ী  আগামী ৩১ আগস্টের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন শেষ করতে হবে।

আজ ২৫ আগস্ট রোজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

এর আগে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তে ২৫ আগস্টের মধ্যে পরীক্ষার্থী নির্বাচন শেষ করতে বলা হয়েছিল। একইসঙ্গে ৩০ আগস্টের মধ্যে পরীক্ষার ফি পরিশোধের সময় দেওয়া হয়েছিল। গত ১২ আগস্ট থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়।

ফরম পূরণের জন্যে কোনো শিক্ষার্থী বা অভিভাবককে সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না বলে জানিয়েছে বোর্ড।

গত ১৫ জুলাই শিক্ষামন্ত্রী দিপু মনি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানান, দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমতুল্য পরীক্ষা এ বছরের নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

Check Also

সরকারি হওয়া ২৭ জন শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৭৫ জন কিন্তু ফেল ৭৩ জন

সরকারি হওয়া ২৭ জন শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৭৫ জন কিন্তু ফেল ৭৩ জন

রাজবাড়ীর পাংশা উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় ৭৫ জন …

এইচএসসসি পরীক্ষার্থী

আগামী ২৬শে নভেম্বর চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৬শে নভেম্বর প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, …

আপনার মতামত জানান