আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়লো

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি  করোনা ভাইরাসের প্রকোপের কারণে  আরও বাড়ানো হয়েছে।সরকার আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত  ছুটির এইসময় সীমা বৃদ্ধি করেছে ।

আজকে ১৫ জানুয়ারী রোজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য জানিয়েছেন।

গত বছরের  ১৭ মার্চ করোনা ভাইরাসের প্রকোপের কারণে  স্কুল, কলেজসহ সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। তবে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে যথারীতি অনলাইনে ক্লাস চলছে।

তাছাড়া সরকার করোনার কারণে গত বছরের এইচএসসি ও সমমান, প্রাথমিক সমাপনী ও সমমান এবং জেএসসি ও সমমান পরীক্ষা বাতিল ঘোষণা করেন ।

শিশুরা যাতে আবার তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে পারে এবং তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু করতে পারে সে জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে বলে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ।

প্রধানমন্ত্রী বলেন,আমরা আশা করি ভবিষ্যতে ভালো দিন আসতে পারে, আমাদের শিশুরা তাদের স্কুলে যেতে সক্ষম হবে, তারা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা শুরু করবে। আমরা সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি।

তবে গত ৬ জানুয়ারি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  মার্চ মাসে পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায়  শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত সরকার নিতে পারে বলে জানিয়েছেন ।

আরো পড়ুন
সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হোক
আগামী ২০ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলগুলোতে ভর্তির নির্দেশ
এপ্রিল মাসের আগে স্কুল কলেজ খোলার কোন পরিকল্পনা আপাতত নেই
১১ মাস পার,এখনও ১৩তম গ্রেডের সুবিধা পাননি প্রাথমিকের সহকারী শিক্ষকরা
শিক্ষাপ্রতিষ্ঠান টিকা নিশ্চিত করার পরে খোলা হোক-অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান