৩ জানুয়ারি মধ্যে দপ্তর,প্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তির তথ্য পাঠানোর নির্দেশ

আগামী ৩ জানুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর, প্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা ও হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গত ২৮ ডিসেম্বর রোজ সোমবার বিভাগীয় উপ-পরিচালকদের এ তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ।

আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর, প্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা ও হালনাগাদ তথ্য সঠিক না থাকায় এসব দপ্তর ও প্রতিষ্ঠানের বাজেট প্রস্তুত ও অন্যান্য নীতিগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হচ্ছে।

অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বাজেট বিভাজন নিশ্চিত করা সম্ভব হয়। গত ১২ অক্টোবর তথ্য পাঠাতে পত্র দেয়া হলেও। আজ পর্যন্ত চাওয়া তথ্য পাওয়া যায়নি।

তবে বিক্ষিপ্তভাবে কিছু তথ্য মাঠ পর্যায়ের অফিস থেকে পাওয়া গেলেও তা দিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যাচ্ছে না।

এমতাবস্থায় আগামী ৩ জানুয়ারির মধ্যে [email protected] ইমেইল ঠিকানায় সকল দপ্তর প্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা মাঠ পর্যায়ের অফিস থেকে সংগ্রহ করে একত্রিত করে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আরো পড়ুন
১৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা
নগদের উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রিতে যেসব নির্দেশনা অনুসরণ করবেন
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাও গ্রামে গিয়ে স্কুলে পড়াবেন
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে-শিক্ষামন্ত্রী

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান