প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করা হলো

শূন্যস্থান পূরণ কর-

১৭৩। বেশি ভিটামিন ও মিনারেল পাওয়া যায় -।

উত্তর : ফল ও সবজিতে

১৭৪। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রম্নত তথ্য বা সংবাদ পাঠাতে ব্যবহার করা হয় -।

উত্তর : ইন্টারনেট

১৭৫। পাওয়ার টিলার – ক্ষেত্রের প্রযুক্তি।

উত্তর : কৃষি

১৭৬। দিন ও রাতের দৈর্ঘ্য – দ্বারা প্রভাবিত নয়।

উত্তর : প্রযুক্তির

১৭৭। তুমি তোমার এলাকার মানুষকে – রঙের নলকূপের পানি পান করতে নিষেধ করবে।

উত্তর : লাল

১৭৮। অনেক তথ্য অল্প জায়গায় ও সহজে বহন করার জন্য ব্যবহার করা হয় -।

উত্তর : পেনড্রাইভ

১৭৯। কাশফুল ফোটে – ঋতুতে।

উত্তর : শরৎ

১৮০। কমলালেবু – ফল।

উত্তর : শীতকালীন

১৮১। মাছ – সাহায্যে শ্বাসকার্য চালায়।

উত্তর : ফুলকার

১৮২। সামুদ্রিক মাছে – প্রচুর পরিমাণে পাওয়া যায়।

উত্তর : আয়োডিন

১৮৩। মানুষের দেহ – পরিবাহী।

উত্তর : বিদু্যৎ

১৮৪। পাঁচড়া – রোগ।

উত্তর : ছোঁয়াচে

১৮৫। বিষধর সাপের বিষদাঁত থাকে – টি।

উত্তর : দুই

১৮৬। লেবুর রস – তৈরির উপাদান নয়।

উত্তর : স্যালাইন

১৮৭। জন্ডিস – রোগ।

উত্তর : যকৃতের

১৮৮। আদমশুমারি – বছর অন্তর হয়।

উত্তর : ১০

১৮৯। প্রাণী নিজের – নিজে তৈরি করতে পারে না।

উত্তর : খাদ্য

১৯০। সূর্যের তাপে পানি – পরিণত হয়।

উত্তর : বাষ্পে

১৯১। – ফুডে খাদ্য আঁশ নেই।

উত্তর : জাঙ্ক

১৯২। সব উৎসের পানি – নয়।

উত্তর : নিরাপদ

১৯৩। চাঁদের নিজস্ব – নেই।

উত্তর : আলো

১৯৪। শরীরের ভেতরে ভাঙা হাড়কে শনাক্ত করতে – ব্যবহার করা হয়।

উত্তর : এক্স-রে

১৯৫। মাটি দূষণের জন্য দায়ী -।

উত্তর : পস্নাস্টিক

১৯৬। বন্যা – দূষণের প্রাকৃতিক কারণ।

উত্তর : পরিবেশ

১৯৭। পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে – বলা হয়।

উত্তর : বিজ্ঞান

১৯৮। সূর্যের – আলো আছে।

উত্তর : নিজের

১৯৯। ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে – প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়।

উত্তর : সালোকসংশ্লেষণ

২০০। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও – বায়ুতে ছাড়ে।

উত্তর : অক্সিজেন

২০১। পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে – ওপর নির্ভরশীল।

উত্তর : উদ্ভিদের

২০২। বিজ্ঞান অনেক ঘটনার – ও ঘটনার ব্যাখ্যা দিতে পারে।

উত্তর : পূর্বাভাস

২০৩। পৃথিবীর বিভিন্ন জায়গায় দিন ও রাত্রি হয় – গতির ফলে।

উত্তর : আহ্নিক

২০৪। পৃথিবীর সূর্যের চারপাশে – দিন – ঘণ্টায় একবার চক্রাকারে ঘুরে আসে।

উত্তর : ৩৬৫, ৬

২০৫। যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তা -।

উত্তর : উপবৃত্তাকার

২০৬। পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সাথে – ডিগ্রি কোন করে আছে।

২০৭। চাঁদ একটি -।

উত্তর : উপগ্রহ

২০৮। পৃথিবী – অক্ষের ওপরে ঘুরপাক খায়।

উত্তর : নিজ

২০৯। পৃথিবীর বার্ষিক গতির জন্য – পরিবর্তন হয়।

উত্তর : ঋতু

২১০। গ্যালাক্সি সৌরজগতের – নয়।

উত্তর : বস্তু

২১১। গ্যালিলিও – ব্যবহার করে গ্রহদের সম্পর্কে নতুন তথ্য উদ্ঘাটন করেন।

উত্তর : টেলিস্কোপ

২১২। সূর্য একটি বিশাল -।

উত্তর : গ্যাসপিন্ড

২১৩। সূর্যের ভিতরে প্রধানত – ও – গ্যাস আছে।

উত্তর : হাইড্রোজেন, হিলিয়াম

২১৪। আয়তনে চাঁদ পৃথিবীর – ভাগের এক অংশ।

উত্তর : পঞ্চাশ

২১৬। – কোনো নিজস্ব আলো নেই।

উত্তর : চাঁদের

২১৭। – আলোয় চাঁদ আলোকিত হয়।

উত্তর : সূর্যের

২১৮। পৃথিবীর নিজ অক্ষরেখার ওপর ঘূর্ণন গতিকেই – গতি বলে।

উত্তর : আহ্নিক

২১৯। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় – ঋতু দেখা যায়।

উত্তর : বিভিন্ন

২২০। – ষড়ঋতুর দেশ।

উত্তর : বাংলাদেশ

২২১। ঋতু পরিবর্তনের পেছনের কারণ হচ্ছে পৃথিবীর – গতি।

উত্তর : বার্ষিক

২২২। বার্ষিক গতির জন্য দিন-রাত্রির – ঘটে।

উত্তর : হ্রাস-বৃদ্ধি

২২৩। তাপের তারতম্যের কারণেই – পরিবর্তন হয়।

উত্তর : ঋতু

২২৪। পৃথিবী আমাদের -।

উত্তর : বাসভূমি

২২৫। মহাবিশ্বের একটি অতি – কণা হলো পৃথিবী।

উত্তর : ক্ষুদ্র

২২৬। মহাবিশ্বের অধিকাংশ – ফাঁকা।

উত্তর : স্থান

২২৭। বিজ্ঞানী – পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে সঠিক তথ্য দেন।

উত্তর : কোপার্নিকাস

২২৮। পৃথিবীর নিকটতম নক্ষত্র -।

উত্তর : সূর্য

২২৯। আয়তনে চাঁদ পৃথিবীর – ভাগ।

উত্তর : পঞ্চাশ ভাগের এক

২৩০। – গতির কারণে পৃথিবীতে দিন ও রাত হয়।

উত্তর : আহ্নিক

২৩১। সূর্য পৃথিবীর থেকে অনেক -।

উত্তর : বড়

২৩২। – হচ্ছে আবিষ্কৃত মহাবিশ্বের একমাত্র বাসযোগ্য গ্রহ।

উত্তর : পৃথিবী

২৩৩। পৃথিবীর একটি – রয়েছে।

উত্তর : উপগ্রহ

২৩৪। মহাবিশ্ব প্রতিনিয়তই – হচ্ছে।

উত্তর : সম্প্রসারিত

২৩৫। নতুন গ্রহ নক্ষত্রের খোঁজে – এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন।

উত্তর : বিজ্ঞানীরা

২৩৬। সূর্য একটি উজ্জ্বল -।

উত্তর : নক্ষত্র

২৩৭। পৃথিবীর সঙ্গে – সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।

উত্তর : সূর্যের

২৩৮। সূর্য থেকেই – উৎপত্তি।

উত্তর : পৃথিবীর

২৩৯। সূর্যের কোনো কঠিন বা – পদার্থ নেই।

উত্তর : তরল

২৪০। মহাবিশ্বে আমাদের পরিচিত একটি – হলো সৌরজগৎ।

উত্তর : জগৎ

২৪১। সূর্যও তার আটটি – নিয়ে এই সৌরজগৎ গঠিত।

উত্তর : গ্রহ

২৪২। মহাবিশ্বে রয়েছে অসংখ্য -।

উত্তর : নক্ষত্র

২৪৩। নক্ষত্র একত্রে ছায়াপথ বা – তৈরি করে।

উত্তর : গ্যালাক্সি

২৪৪। – নিজ অক্ষের চারদিকে ঘুরছে।

উত্তর : পৃথিবী

২৪৫। পৃথিবীর যে অংশ সূর্যের কাছাকাছি থাকে সে অংশ – ও – বেশিক্ষণ ধরে পায়।

উত্তর : তাপ, আলো

২৪৬। পৃথিবীর উত্তর গোলার্ধে – দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয়।

উত্তর : ২১ জুন

২৪৭। দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয় -।

উত্তর : ২২ ডিসেম্বর

Check Also

Teachers

স্বপ্ন যখন প্রাথমিক শিক্ষক হওয়া,যেভাবে স্বপ্নকে সত্যি করে তুলতে পারেন

প্রাথমিকে সাড়ে ৩২ হাজারের অধিক সহকারী শিক্ষক নিয়োগ দিবেন সরকার। বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় …

শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় যেভাবে ইংরেজি বিষয়ে প্রস্তুতি নিবেন

যেকোন নিয়োগ পরীক্ষার ইংরেজিতে ভালো না করে সফলতা পাওয়া কঠিন। নিয়মিত কৌশলী হয়ে পড়াশোনা করলেই …

আপনার মতামত জানান