নিজেই ঘরে বসে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে পারবেন

আপনার NID কার্ড(জাতীয় পরিচয়পত্র) হারিয়ে গেলে অথবা কোন কারণে নষ্ট হয়ে গেলে নতুন জাতীয় পরিচয়পত্র তোলা, ছবি অথবা সিগনেচার পরিবর্তন, আবেদন  যেকোন তথ্য  সংশোধন, নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন সবকিছু এখন অনলাইনেই করা যাবে।

এজন্য আপনাকে নির্বাচন কমিশন অফিসে যেতে হবে না। আপনার বাড়িতে বসেই কমিশনের এই  ওয়েবসাইটে  জাতীয় পরিচয়পত্রের সব কাজ করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্রসম্পর্কিত যেসব সেবাসমূহ পাবেন 

** নতুন ভোটার হিসেবে নিবন্ধন আবেদন
**নিবন্ধনের মাধ্যমে নিজের একাউন্ট খোলা
**নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়া NID কার্ড
**ছবি পরিবর্তন
**নিজস্ব তথ্য ও ভোটার কেন্দ্রের তথ্য
**তথ্য পরিবর্তন, সংশোধন ও হালনাগাদ

আবেদন করতে আগে আপনাকে সরাসরি আপনার নিকটস্থ নির্বাচন অফিসে বা প্রধান অফিসে গিয়ে কাজ করতে হতো সেটি আপনি এখন অনলাইনে করতে পারবেন ।অনলাইনে আবেদন করার সময় আপনাকে কমিশন কর্তৃক নির্ধারিত একটা ফি এবং আবেদনের স্বপক্ষে কিছু ডকুমেন্ট আপলোড দিতে হবে।নিচে সেগুলো নিয়ে আলোচনা করা যাক।

জাতীয় পরিচয়পত্রের  নামের বানান ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আপনি যদি SSC পাস হন তাহলে আপনার SSC সনদপত্র, যদি ৮ম শ্রেণী পাস হন তাহলে ৮ম শ্রেণির সনদপত্র, অথবা আপনি যদি নিরক্ষর হয়ে থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি (কিছুক্ষেত্রে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট এর দরকার হতে পারে ) ।

আবেদন ফি ২৩০ টাকা।

জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র-

আপনি যদি SSC পাস হন তাহলে আপনার SSC সনদপত্র, যদি ৮ম শ্রেণী পাস হন তাহলে ৮ম শ্রেণির সনদপত্র, অথবা আপনি যদি নিরক্ষর হয়ে থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি ( কিছু ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট এর দরকার হতে পারে ) ।

আবেদন ফি ২৩০ টাকা।

জাতীয় পরিচয়পত্রে বাবা অথবা মায়ের নাম পরিবর্তন অথবা আংশিক সংশোধন

অনেকের বাবা মায়ের নামের বানান ভুল থাকে । তাই সেক্ষেত্রে শুধু SSC সনদপত্র এবং জন্ম নিবন্ধন হলেই চলবে ।

আবার অনেকের ক্ষেত্রে বাবা-মায়ের নামের প্রথম অংশ বা দ্বিতীয় অংশ পুরোটাই ভুল আসে । এটার জন্য আপনাকে সনদপত্র,জন্ম নিবন্ধন , বাবা অথবা মা যার নাম ভুল আছে তার NID নম্বর এবং স্ক্যান কপি লাগবে । যাদের SSC সনদপত্র নেই অথবা বাবা -মায়ের NID কার্ড নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই  ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এফিডেভিট করতে হবে ।

জাতীয় পরিচয়পত্রের ব্লাড গ্রুপ সংশোধন-

ব্লাডের গ্রুপ যদি NID কার্ড এ না আসে সে ক্ষেত্রে আপনাকে মেডিকেল সনদপত্র প্রদান করতে হবে ।এজন্য আপনাকে আপনার ব্লাড গ্রুপ টেস্ট করাতে হবে ।

জাতীয় পরিচয়পত্রের সিগনেচার সংশোধন-

জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর সংশোধন একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনার সিগনেচারটি যদি ভুল হয়ে থাকে বা এটি কি আপনি পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংকের সিগনেচারঅথবা চেকের সিগনেচার অথবা কোনো গুরুত্বপূর্ণ দলিলে আপনার সিগনেচারের কপি জমা দিতে হবে । পরবর্তীতে তারা উনারা যাচাই-বাছাই করে এটি দেখবেন এবং প্রয়োজন সাপেক্ষে আপনাকে অফিসে ডাকতে পারেন ।

জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তন

বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য আপনাকে আপনার বর্তমান বাসা/বাড়ির ইউটিলিটি বিলের কপি যেমন বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা পানির  এই বিলের কপি আপনাকে প্রদান করতে হবে ।

আবেদন ফি ২৩০ টাকা।

জাতীয় পরিচয়পত্রে স্বামী অথবা স্ত্রীর নাম পরিবর্তন -স্বামী/স্ত্রী মারা গেলে তার ডেথ সনদপত্র সংযুক্ত করতে হবে অথবা তালাকপ্রাপ্ত হলে তালাকনামা সংযুক্ত করতে হবে,নতুন বিবাহ করলে তাকে Marrage সনদপত্র সংযুক্ত করতে হবে ।

জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন

ছবি পরিবর্তনের জন্য আপনাকে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে।

আরো পড়ুন

যেভাবে ধাপে ধাপে Power Point দিয়ে ডিজিটাল কনটেন্ট তৈরি করবেন
জেনে নিন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন কোর্সের খুঁটিনাটি
টাকা খরচ করে আর নয় প্রাইভেট-কোচিং,এবার ইংরেজিতে দক্ষ হবেন একটি মোবাইল আ্যাপ দিয়ে
আপনার শিশুকে যেভাবে পড়াশুনায় আগ্রহী করে তুলবেন

Check Also

নতুন পদ্ধতিতে আপনি যেভাবে ট্রেনের টিকিট কাটবেন

নতুন পদ্ধতিতে যেভাবে আপনি ট্রেনের টিকিট কাটবেন

জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ছাড়া আজ বুধবার থেকে ট্রেনের টিকিট কাটা যাবে না। বিদেশি …

স্কুল টিচার

যেভাবে আপনার শিশুকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করবেন

যেভাবে আপনার শিশুকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করবেনঃ স্কুল শুরু করা শিশু এবং শিশুর পিতা-মাতা …

আপনার মতামত জানান