প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট তথ্যের জন্য ফোন করতে পারবেন অধিদপ্তরের হটলাইন মোবাইল নম্বরে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শুদ্ধাচার কার্যক্রমের আওতায় সহজে সেবা প্রদান করার জন্য একটি হেল্পলাইন ডেস্ক চালু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

হটলাইনের মাধ্যমে সেবা প্রত্যাশী কোন ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য উপাত্ত,পরামর্শ,অভিযোগ,সুপারিশ সংগ্রহ করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে নিষ্পত্তির জন্য উপস্থাপন করতে একজন শিক্ষা অফিসার ও একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিককে দায়িত্ব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এই হেল্পলাইন ডেস্ক থেকে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট যেকোন তথ্য জানা যাবে।

দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন

১.জনাব মাজেদা সুলতানা-শিক্ষা অফিসার(সংযুক্ত),সাধারণ প্রশাসন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

২.জনাব মোঃ মাহবুবু হোসেন,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,বই বিতরণ শাখা,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

কার্যাবলী-

দায়িত্বপ্রাপ্তরা যেসব কাজ সম্পন্ন করবেন।

**হেল্পডেস্কের কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করবেন।

**হেল্পডেস্কে যে মোবাইল নম্বর ব্যবহার করা হবে তা হল –01571305504

***অফিস চলাকালীন অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্যক্রম চলবে।

***দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ ব্যক্তিবর্গের নিকট হতে প্রাপ্ত তথ্য,সুপারিশ,অভিযোগ রেকর্ড করবেন।

**রেকর্ডকৃত তথ্যাদির সংক্ষিপ্ত বিবরণ পরবর্তী কার্যদিবসে সকাল ১০টার মধ্যে পরিচালক(প্রশাসন) মহোদয়ের মাধ্যমে সংশ্লিষ্ট শাখায় নিষ্পত্তির জন্য প্রেরণ করবেন।

**প্রতি মাসের ১ম সপ্তাহে পূর্ববতী মাসের একটি পরিসংখ্যান নির্ধারিত ছকে পরিচালক(প্রশাসন) বরাবর দাখিল করবেন।

 

আরো পড়ুন
২য় শ্রেণির স্নাতক ডিগ্রীধারী শিক্ষকরা ১৩তম নয় বরং ১০ম গ্রেডের যোগ্য
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সপ্তাহে দুইদিন করতে রাজী শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিসিএস শিক্ষকতা ছেড়ে যে কারণে আমি বিদেশে ক্লিনার হলাম

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান