বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে হলে শিক্ষক ফাদার নাহয় শিক্ষক গডফাদার থাকতে হবে

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে হলে শিক্ষক ফাদার থাকতে হবে আর না হয় শিক্ষক গডফাদার থাকতে হবে। এটাই হলো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য সবচেয়ে বড় যোগ্যতা।

প্রতিটি বিভাগেই একজন গডফাদার আছে। ছাত্ররাও জেনে গেছে কারা এই গডফাদার। এদের কারণেই বিভাগগুলো নষ্ট হচ্ছে। এদের দ্বারা বিভাগে মাফিয়াইজম সৃষ্টি হয়েছে। এরাই দেশের শত্রু কারণ এদের দ্বারা দেশে কিরকম ক্ষতি হচ্ছে তা নিচের কয়েকজন নোবেল বিজয়ীর বক্তব্য পড়লেই বুঝতে পারবেন।

একটি ভালো জাতি গঠনে ভালো শিক্ষক নিয়োগের কত বড় ভূমিকা সহজেই অনুমেয় হবে বলে আশা করছি।

আমি সবচেয়ে বেশি নম্বর পেয়ে ক্লাসের সেরা ছাত্রী কখনোই ছিলাম না। তারপরও আমার শিক্ষক আমার মধ্যে কিছু একটা দেখেছিলেন এবং সেই অনুসারে আমাকে অনুপ্রাণিত করেছিলেন” – ২০১৪ তে মেডিসিন/physiology-তে নোবেল জয়ী May-Britt Moser

কিভাবে নোবেল প্রাইজ পেতে হয় এই প্রশ্নের উত্তর খুব সহজ। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনে অবশ্যই খুব ভালো কিছু শিক্ষক পেতে হবে।” – Paul A Samuelson, ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী।

আমি লক্ষ্য করেছি যে অনেক পদার্থবিদই পদার্থবিদ হওয়ার জন্য তাদের হাই স্কুল শিক্ষকদের কাছে সবচেয়ে বেশি ঋণী -Martinus Veltman ১৯৯৯-এ পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী বিজ্ঞানী।

আমার সকল অসম্ভব ভালো শিক্ষকদের ধন্যবাদ জানাই যারা আমাকে আমার নিজের উপর বিশ্বাস স্থাপনে ও সাহসী হতে প্রচন্ডভাবে অনুপ্রাণিত করেছে” Malala Yousafzai, ২০১৪-তে শান্তিতে নোবেলজয়ী।

ভালো শিক্ষক তোমাকে সেই টুলসটা দিবে যা দিয়ে তুমি সঠিক প্রশ্নটা করতে শিখবে” Frances H Arnold ২০১৮ সালে রসায়নে নোবেল বিজয়ী।

লেখক-কামরুল হাসান মামুন,অধ্যাপক,ঢাকা বিশ্ববিদ্যালয় [লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া]

আরো পড়ুন
২য় শ্রেণির স্নাতক ডিগ্রীধারী শিক্ষকরা ১৩তম নয় বরং ১০ম গ্রেডের যোগ্য
সমালোচনার জবাব-সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কিন্ডারগার্টেন
নগদের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার নির্দেশ

Check Also

প্রাথমিক শিক্ষক

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হোক

দেশের নীতিনির্ধারকগণ বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছেন শিক্ষার ভিত্তি, ভিত্তি মজবুত না হলে শিক্ষার উন্নয়ন কখনোই …

প্রাথমিক শিক্ষক

১০ম গ্রেড দিয়ে সহকারী শিক্ষকদের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হোক

প্রাথমিক শিক্ষকরা অবুঝ শিশুদের শিক্ষা দেয়ার মত সবচেয়ে কঠিন ও গুরুদায়িত্ব পালন পালন করেন।পরিশ্রমের দিক …

আপনার মতামত জানান