যেভাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের WH QUESTION শেখাবেন

প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের জন্য  Wh Question একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।আজকে আমরা আলোচনা করবো কীভাবে আপনি  সহজে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এটি শেখাবেন।তাহলে চলুন শুরু করা যাক।

শেখানোর শুরুতে আমাদের শিক্ষার্থীদের WH শব্দগুলোর অর্থ ভালোভাবে শেখাতে হবে  যেমন What মানে কি,Who- কে, কারা, Whom- কাকে, কাদেরকে , Whose- কার, কাদের, Which- কোনটি,  কোনগুলো, When – কখন, Where- কোথায়, Why – কেন, কি কারণে, কি জন্যে, How –কেমন, কিভাবে, কেমনভাবে ইত্যাদি।
.

Wh Question তৈরী করার প্রক্রিয়া শুরু করার আগে শিক্ষার্থীদের প্রথমে আমাদের জানানো দরকার যে Sentence গঠনগতভাবে  ৬প্রকার।

আরো পড়তে পারেন
এখন থেকে স্কুলে শিক্ষকদের স্যার’ বা ‘ম্যাডাম বলে ডাকা যাবেনা
ক্লাস সিক্সের বইয়ে যৌনতার সুড়সুড়ি, লাজ শরমের যেন কোন বালাই নেই
শিক্ষকদের জন্য প্রয়োজনীয় ইংরেজি Classroom Language

যেমন –
১. Main Verb যুক্ত Sentence – He eats rice. (সে ভাত খায়।)২. Noun যুক্ত Sentence-I am a teacher. (আমি একজন শিক্ষক)
৩. Adjective যুক্ত Sentence – You are very clever. (তুমি খুব চালাক)
৪. আছে বা নেই যুক্ত Sentence – I have a computer. (আমার একটি কম্পিউটার রয়েছে)
৫. কোথাও কোন কিছু আছে বা নেই- এরকম Sentence = There is a telivision in his house. (তার বাড়িতে একটি টেলিভিশন আছে)
৬. কোন কিছু করা বা হওয়া – এরূপ বাক্য – Walking in the morning is good for health.
It is good for health to Play in the afternoon. (বিকাল বেলা খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য ভালো।
এধরণের আরো উদাহরণ-
১.সে আপনার সাথে আছে – He is with you.
২. আমি এখন বিদ্যালয়ে আছি – I am in the School now.
৩. তারা ভালো আছে – They are well/ good.
৪. বয়স -Sumi  is nine years old.
৫. উচ্চতা, গভীরতা, দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাণ, সংখ্যা, ব্যক্তির ধরন/ প্রকৃতি/ গুণাবলী, জিনিসের দাম, কুশল, সময় এরকমের বাক্য -এখন সাড়ে সাতটা বাজে – It is half past seven.

যেভাবে Wh Question তৈরি করবেন

=====================

যে কোন Sentence এ দুইভাবে Question তৈরি করা যায় –
যেমন – ১. Sentence-এর Subject অথবা Object কে লক্ষ্য করে
.
প্রথমে Sentence-এর  Subject  দিয়ে Wh Question করা শিখাবো।

ইংরেজি বাক্যের গঠন -Subject + Verb + Object/ Complement.
Formation : Who / What / Which + Verb + Object.

অর্থাৎ- Subject ব্যক্তিবাচক হলে Who, বস্তুবাচক বা প্রাণিবাচক হলে What, এবং This, These, That, Those হলে Which বসবে এবং বাকি সব নিয়ম অনুসারে বসবে।

উদাহরণ-

1. He reads Bangla. (সে বাংলা পড়ে।)
এটাতে দুইভাবে প্রশ্ন তৈরি করা যায় – ১. কে বাংলা পড়ে? ২. সে কি পড়ে?
Q. Subject লক্ষ্য করে- 1. Who reads Bangla? Objectকে লক্ষ্য করে – 2. What does he read?
পরীক্ষায় Underline দেয়া শব্দটিকে লক্ষ্য করে Question তৈরি করতে হবে।
2. He goes to Home. (সে বাড়ি যায়।)
Q. Who goes to Home? (কে বাড়ি যায়?)
3. He is a teacher. (সে একজন শিক্ষক)
Q. Who is a teacher? (কে একজন ছাত্র?)
সমাধান : Subject ব্যক্তিবাচক হওয়ায় Who বসলো এবং বাকি Verb + Object নিয়ম অনুযায়ী বসলো।

2. Education makes a man perfect- শিক্ষা মানুষকে উত্তম বানায়।
Q. What makes a man perfect-কী মানুষকে উত্তম বানায়?
.
3. This is my pen. (এটা আমার কলম)
Q. Which is your pen? (কোনটি তোমার কলম?)
সমাধানঃ ‘Subject  “This” হওয়ায় এখানে Which বসানো হয়েছে।

আরো পড়তে পারেনঃ

Tense শিখি খুব সহজে

আপনি মুখ দিয়ে বাংলায় যা বলবেন,আপনার কম্পিউটার তাই টাইপ করবে

এবার Sentence-এর Object দিয়ে Wh Question তৈরী করা শিখাবো।

 Sentence-এর Object শেখার আগে শিক্ষার্থীদের জানাতে হবে Object এর স্থানে কি কি ধরনের word থাকতে পারে

Object-এর স্থানে ব্যক্তিবাচক word, বস্তু বা প্রাণিবাচক word, সময়, স্থান, কারণসূচক, সংখ্যা, পরিমাণবাচক word, Adjective, adverb ইত্যাদি।

Formation – (Whom, What, Which, When, Where, Why, How) + Auxilary + Sub + Verb+–

বি দ্র- Object-এর স্থানে ব্যক্তিবাচক Object থাকলে Whom,
বস্তু বা প্রাণিবাচক Object থাকলে What,
this, these, that, those থাকলে Which,
সময়বাচক word থাকলে When,
স্থানবাচক word থাকলে Where,
কারণসূচক word ( যেমন: for, because to + verb) থাকলে Why,
কিভাবে বুঝালে How দিয়ে Sentence শুরু করতে হবে।

উদাহরণ :

1. He is teaching Bangla. (তিনি বাংলা পড়াচ্ছেন।) (বাংলাকে ধরে)
Q. What is he teaching? (তিনি কি পড়াচ্ছেন?)

2. He bought this yesterday. (তিনি এটা গতকাল কিনেছেন।) (this ধরে)
Q 1. Which did he buy yesterday? (তিনি কোনটি গতকাল কিনেছেন?)
Q 2. When did he buy this? (তিনি এটা কখন কিনেছেন?) (yesterday ধরে)
.
3. He is teaching us Bangla. (তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন।)
Q 1. Whom is he teaching Bangla? (তিনি কাদেরকে ইংরেজি পড়াচ্ছেন?) (us ধরে)
Q 2. What is He teaching you? (তিনি তোমাদেরকে কী পড়াচ্ছেন?) (Bangla ধরে)

.
4.. She will come tomorrow. (তিনি আগামীকাল আসবেন।) ( tomorrow ধরে)
Q. When will She come? (তিনি কখন আসবেন?)

5. He lives in Rajshahi. (তিনি রাজশাহী থাকেন।) (in Rajshahi ধরে)
Q. Where does he live? (তিনি কোথায় থাকেন?)

6. We go to the field to play. (আমরা মাঠে খেলতে যাই।) (to play ধরে)
Q. Why do you go to the field? (তোমরা কেন মাঠে যাও?)

7. He goes to school by bike. (সে বাইকে করে স্কুলে যায়।) (by bike ধরে)
Q. How does he go to school? (সে কিভাবে স্কুলে যায়?)

এভাবে শিখালে আশা করা যায় যে শিক্ষার্থীরা খুব সহজেই Wh Question আয়ত্ত করতে পারবেন।


বিভিন্ন ধরণের শিক্ষামূলক তথ্য পেতে ভিজিট করুন আমাদের শিক্ষা তথ্য ওয়েবসাইট এবং লাইক দিয়ে সাথে থাকুন আমাদের অফিসিয়াল শিক্ষা তথ্য ফেসবুক পেজের সাথে।

Check Also

Teachers

স্বপ্ন যখন প্রাথমিক শিক্ষক হওয়া,যেভাবে স্বপ্নকে সত্যি করে তুলতে পারেন

প্রাথমিকে সাড়ে ৩২ হাজারের অধিক সহকারী শিক্ষক নিয়োগ দিবেন সরকার। বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় …

শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় যেভাবে ইংরেজি বিষয়ে প্রস্তুতি নিবেন

যেকোন নিয়োগ পরীক্ষার ইংরেজিতে ভালো না করে সফলতা পাওয়া কঠিন। নিয়মিত কৌশলী হয়ে পড়াশোনা করলেই …

One comment

  1. Millions of thanks for your useful information…

আপনার মতামত জানান