অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হবে

করোনা প্রকোপের কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা  বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত  নিয়েছেন।

উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’ আজকে ১৭ অক্টোবর রোজ শনিবার সন্ধ্যায়  অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়ার এই সিদ্ধান্ত নেন।এইচএসসি ও সমমানের পরীক্ষা করোনার কারণে বাতিল হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা ভার্চুয়াল এই সভায়  অংশগ্রহণ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ বলেন, আমরা অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই পরীক্ষা নেয়া হবে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ নূরের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহার করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি ও গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ড. অধ্যাপক মীজানুর রহমান বলেন, বৈঠকে সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সম্মিলিত সিদ্ধান্ত হয় যে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের পর GPA’র উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে দাবি উঠেছিল সেটি প্রত্যাখান করা হয়েছে। সেইসাথে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরাসরি পরীক্ষা না নিয়ে অনলাইনে পরীক্ষা নেয়ার পক্ষে মতামত ব্যক্ত করেছেন ।

গত ১৭ই মার্চ থেকে করোনার প্রকোপের কারণে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।পর্যায়ক্রমে এই বন্ধ বাড়িয়ে আগামী ৩১অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। ইতিমধ্যে বাতিল করা হয়েছে সমাপনী,জেএসসি ও এইচএসসি পরীক্ষা।

আরো পড়ুন
বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া উচিত-অধ্যাপক আরেফিন সিদ্দিক
২০ অক্টোবরের মধ্যে প্রাথমিকে সার্কুলার প্রকাশের সিদ্ধান্ত,আবেদন ফি ১৭০ টাকা
ইএফটির মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন প্রাথমিকের শিক্ষকরা

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান