এবছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না-শিক্ষামন্ত্রী

করোনার প্রকোপের কারণে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

আজ ৭ অক্টোবর রোজ বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

করোনার সংক্রমণ এড়ানোর জন্য সরাসরি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, এ বছর সরাসরি পরীক্ষা না নিয়ে জেএসসি এবং এসএসসির পরীক্ষার ফলাফলের গড় অনুসারে পরীক্ষার্থীদের এইচএসসির পরীক্ষার ফল নির্ধারণ করা হবে। এই পদ্ধতিতে শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেইই  এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করবে ।

গত ১৭ই মার্চ থেকে করোনার প্রকোপের কারণে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।পর্যায়ক্রমে এই বন্ধ বাড়িয়ে আগামী ৩১অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

চলমান করোনার এই প্রকোপে সবচেয়ে সমস্যায় পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।চলতি বছরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংকায় ছিলেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

আজকে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের আশংকার অবসান হল।

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান