করোনার কারণে ১ কোটি ১০ লক্ষ মেয়ে শিক্ষার্থীর স্কুলে ফেরা হবেনা-ইউনেসকো

সারা বিশ্বে করোনার কারণে ১ কোটি ১০ লক্ষ মেয়ে শিক্ষার্থীর স্কুলে ফেরা হবেনা বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকোর প্রধান অড্রে আজুলে।

UNESCO এর প্রধান গতকাল রোজ  বৃহস্পতিবার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সফরকালে এ আশংকার কথা জানান।সংবাদসংস্থা AFP এর এক  প্রতিবেদন থেকে  এ তথ্য জানানো হয়।

অড্রে আজুলে দুঃখ প্রকাশ করে বলেন, ‘অনেক দেশে করোনায় স্কুল বন্ধের কারণে দুর্ভাগ্যক্রমে এই ক্ষতি হচ্ছে। আমাদের অনুমান, সারা বিশ্বে ১ কোটি ১০ লক্ষ মেয়ে  আর কখনোই স্কুলে ফিরতে পারবে না।’

UNESCO এর প্রধান অড্রে আজুল কঙ্গোর রাজধানী কিনসাসার একটি হাইস্কুল পরিদর্শন করেন। দেশটিতে দিন কয়েকদিন আগে ২০২০-২১ স্কুল শিক্ষাবর্ষ শুরু হয়েছে।

তিনি বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন। তিনি বলেন, মেয়েদের জন্য দুর্ভাগ্যক্রমে শিক্ষা এখনো খুবই অসম রয়ে গেছে। মেয়েদের স্কুলে পড়াশোনার সুযোগের বিষয়টি UNESCO অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য যে, করোনার প্রকোপের কারণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারিসহ নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে । অবশ্য কিছু কিছু দেশ করোনার প্রকোপ তুলনামূলকভাবে কমে আসায় খুবই সতর্কতার সাথে স্কুল খুলে দিচ্ছেন।

বাংলাদেশেও করোনার প্রকোপের কারণে গত ১৭ মার্চ ২০২০ ইং তারিখ থেকে সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়ছে।পরবর্তীতে সরকার দফায় দফায় এই ছুটি বাড়িয়ে সর্বেশষ ৩১ অক্টোবর ২০২০ ইং তারিখ পর্যন্ত নির্ধারণ করেছেন।

ইতিমধ্যে ৫ম শ্রেণির সমাপনী ও ৮ম শ্রেণির জেএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে।

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান