টাকা খরচ করে আর নয় প্রাইভেট-কোচিং,এবার ইংরেজিতে দক্ষ হবেন একটি মোবাইল আ্যাপ দিয়ে

আমাদের দেশের শিক্ষার্থীরা ইংরেজি শেখার জন্য টাকা খরচ করে প্রাইভেট পড়েন,কোচিং সেন্টারে গিয়ে ক্লাস করেন।এতে শিক্ষার্থীদের অনেক মূল্যবান সময় ও অর্থের অপচয় হয়।আজকে শিক্ষার্থীসহ যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য নিয়ে এলাম একটি এন্ড্রয়েড আ্যাপ।

ইংরেজি শেখার জন্য এই আ্যাপটি সারা বিশ্বের ১৫মিলিয়ন অর্থাৎ দেড় কোটির উপরে মানুষ ব্যবহার করে।Basic থেকে Advance label পর্যন্ত ইংরেজি শেখার সবকিছুই রয়েছে এই আ্যাপে। Tense,Voice,Narration,Translation,Reading Writing,Speaking এমন কোন টপিক নেই যা এটাতে নেই।এখানে রয়েছে ১৭৫ টি Interactive Lessons।আপনি মডেল টেস্ট দিতে পারবেন,কৃত্রিম মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন,ইংরেজি বই পড়তে পারবেন এবং কোন ইংরেজি শব্দ বুঝতে না পারলে সাথে সাথে তার বাংলা Meaning সহজেই পাবেন।

আপনি একবার ব্যবহার করলে এই আ্যাপটি আর ছাড়তে চাইবেন না।এই আ্যাপটির দুইটি ভার্সন রয়েছে একটি ফ্রি ভার্সন ও আরেকটি প্রিমিয়াম ভার্সন।ফ্রি ভার্সনটি Install করা খুব সহজ কিন্তু এটাতে অনেক ফিচার লক করা থাকে,তাছাড়া অনেক বিজ্ঞাপন থাকে যা বিরক্তিকর।তাই ফ্রি ভার্সনটি ব্যবহার করতে আপনার ভালো লাগবেনা।

আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে কিছু কৌশল ব্যবহার করে আমরা প্রিমিয়াম আ্যাপটি ব্যবহার করবো।আমাদের যেহেতু টাকা দিয়ে কেনা সম্ভব নয় তাই একটু কষ্ট হলেও কৌশলে আ্যাপটি Install করতে হচ্ছে।

তাহলে আর দেরী না করে এবার চলুন শুরু করা যাক।

প্রথমে Google Playstore এ গিয়ে সার্চবারে লিখবো  Hello English Premium.
নিচের ছবিতে লাল দাগ দিয়ে চিহ্নিত করানো Install বাটনে ক্লিক করবো
Install হয়ে গেলে আ্যাপটি Open করবো
এবার একটি Access Code চাইবে।আপনারা Access Code এর জায়গায় UPER লিখে ডানপাশে তীর চিহ্নিত আইকনে ক্লিক করুন।
এবার একটি ফর্ম আসলে ফর্মে আপনার Name, এবং ছবিতে দেখানো District,College,Year of Study,Registration Number এবং মোবাইল নম্বর দিয়ে ফর্মটি Submit করুন। Registration Number এ যেকোন ৪ ডিজিট দিতে পারেন,মোবাইল নম্বর দেয়ার সময় O সংখ্যাটি বাদ দিবেন।
Submit করার পরে কালো দাগ দিয়ে দেখানো আইকনে ক্লিক করুন
আবার কালো দাগ দিয়ে দেখানো আইকনে ক্লিক করুন
নিচের ছবির মত কয়েকটি মডেল টেস্ট আসবে। Option গুলোর মধ্যে আপনার যেটাই ইচ্ছে সেটাতেই ক্লিক করুন,কোন সমস্যা নেই।
Model Test Complete হলে আ্যাপটির ভাষা বাংলায় করার জন্য নিচের ছবিতে লাগ দাগ দিয়ে দেখানো  App Language আইকনে ক্লিক করুন

 

নিচের ছবিতে লাগ দাগ দিয়ে দেখানো  বাটনে ক্লিক করুন
নিচের ছবিতে লাগ তীর চিহ্ন দিয়ে দেখানো বাটনে ক্লিক করুন
ব্যাস হয়ে গেল Complete।এখানে ১ থেকে ১৭৫ টি ইন্টার এ্যাকটিভ লেসন রয়েছে যা আপনাকে ইংরেজিতে দক্ষ করে তুলবে।আপনাকে ইংরেজি শেখার জন্য কোন প্রাইভেট কোচিং করতে হবেনা।
আপনারা উপকৃত হলেই আমার পরিশ্রম কেবল স্বার্থক হবে।পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইন্সটল করতে কোন সমস্যা হলে আমাদের ফেসবুক পেজে নক করুন।

আরো পড়ুন
যেকোন মোবাইল নম্বরে আনলিমিটেড এসএমএস পাঠান একদম ফ্রি(ভিডিওসহ)
আপনি মুখ দিয়ে বাংলায় যা বলবেন,আপনার কম্পিউটার তাই টাইপ করবে
যেভাবে ধাপে ধাপে Power Point দিয়ে ডিজিটাল কনটেন্ট তৈরি করবেন
আপনার শিশুকে যেভাবে পড়াশুনায় আগ্রহী করে তুলবেন

Check Also

নতুন পদ্ধতিতে আপনি যেভাবে ট্রেনের টিকিট কাটবেন

নতুন পদ্ধতিতে যেভাবে আপনি ট্রেনের টিকিট কাটবেন

জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ছাড়া আজ বুধবার থেকে ট্রেনের টিকিট কাটা যাবে না। বিদেশি …

স্কুল টিচার

যেভাবে আপনার শিশুকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করবেন

যেভাবে আপনার শিশুকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করবেনঃ স্কুল শুরু করা শিশু এবং শিশুর পিতা-মাতা …

আপনার মতামত জানান