করোনার সংক্রমণ বাড়তে থাকায় ৩ সপ্তাহের জন্য নেপালে স্কুল বন্ধ

করোনার ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ৩সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে নেপালের সকল স্কুল।আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত সকল স্কুল বন্ধ থাকবে।

গত সোমবার নেপাল সরকারের এক মুখপাত্র একথা জানিয়েছেন। খবর আল-জাজিরার।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রদীপ কুমার কৈরালা বলেছেন, এখন থেকে যেকোনো ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশে ২৫ জনের বেশি জড়ো হতে পারবে না।

আগামী ২১ জানুয়ারি থেকে হোটেলে, সিনেমা হলে ও সরকারি অফিসে প্রবেশের ক্ষেত্রে টিকার সনদ দেখাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দীপক শর্মা জানিয়েছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলবে।

স্কুল কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার সময় জানিয়ে দিতে হবে, যাতে তারা সময়মতো স্কুলে এসে টিকা নিতে পারেন।

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান