প্রাথমিক শিক্ষকদেরকে হয়রানি থেকে বাঁচাতে কর্মকর্তাদের বদলীর সিদ্ধান্ত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে  প্রাথমিক শিক্ষকদের হয়রানি ও তাদের কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা আদায়সহ স্বেচ্ছাচারিতার অভিযোগের পর  দেশব্যাপী কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত নিয়েছেন ।

৩ বছরের ঊর্ধ্বে একই জায়গায় যেসব কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যেককেই বদলি করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে বলেন, কর্মকর্তারা ‘দীর্ঘদিন একই জায়গায় থাকতে থাকতে একটা প্রভাব সৃষ্টি হয়।তাদের বিরুদ্ধে  বিভিন্ন রকমের অভিযোগ ওঠে,তারা বিভিন্ন অনিয়মে জড়ান ।

সে কারণেই তাদের বদলির উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশে যেসব কর্মকর্তারা ৩বছরের বেশি একই জায়গায় রয়েছেন তাদের তালিকা চাওয়া হয়েছে। আমরা দ্রুত তাদের বদলির ব্যবস্থা নেবো।’

দীর্ঘদিন একই জায়গায় চাকরি করার কারণে উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসাররা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সুবিধা, উপঢৌকন নেন।

অফিসারদের হয়রানি থেকে বাঁচতে প্রধান শিক্ষকরাও অফিসারদের নানাভাবে ম্যানেজ করেন। আবার শিক্ষা অফিসার ম্যানেজ হলেও প্রধান শিক্ষক অনেক সময় সহকারী শিক্ষকদের  হয়রানি করেন । এসব কারণে বদলির উদ্যোগ নেয়া হয়েছে।

গত ৩ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ‘শাক-সবজি থেকে শুরু করে নিত্যপণ্য সবই উপহার নেয়ার অভিযোগ ওঠে’। ওই শিক্ষা অফিসারকে এই অভিযোগে মৃদু শাস্তি দেয়া হয়।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে হইচই পড়ে যায়। দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা অফিসারদের বিরুদ্ধে গণমাধ্যমে অভিযোগ করেন ।

এরই মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গত ৭ জানুয়ারি অফিস আদেশ জারি করে সারাদেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়।

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ আওতাধীন দপ্তরগুলোয় একই কর্মস্থলে ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীদের তথ্য আগামী ৭ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ছকে পাঠাতে হবে।

নির্ধারিত ছক অনুযায়ী কর্মচারীর নাম ও পদবী, কর্মরত অফিসের নাম ও যোগদানের তারিখ, কর্মরত জেলা ও উপজেলার নাম, অনুমোদিত পদসংখ্যা এবং বিভাগীয় পর্যায়ের অফিসসহ আওতাধীন অফিসের কর্মরত কর্মচারীদের মোট সংখ্যা জানাতে হবে।

এছাড়া তিন বছরের ঊর্ধ্বে কর্মরতদের নিজ জেলা ও উপজেলা, বর্তমান পদে যোগদানের তারিখ, সরকারি চাকরিতে প্রথম যোগদানের তারিখ, সরকারি চাকরিতে প্রথম পদ, আগের দুইটি কর্মস্থলের নাম ও কর্মকালীন মেয়াদের তথ্য জানাতে হবে।

সূত্র-দৈনিক যাযায়দিন

আরো পড়ুন
১১ মাস পার,এখনও ১৩তম গ্রেডের সুবিধা পাননি প্রাথমিকের সহকারী শিক্ষকরা
শিক্ষাপ্রতিষ্ঠান টিকা নিশ্চিত করার পরে খোলা হোক-অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আইনি নোটিশ
নগদের উপবৃত্তি প্রদান প্রকল্পের লাইভ এন্ট্রির সময়সীমা বাড়ানো হলো

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান