প্রাথমিক শিক্ষা ও শিক্ষক সম্পর্কে আমাদের কতিপয় দ্বি-মূখী নীতি

বিশ্বের প্রতিটি দেশ তাদের প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের অধিক গুরুত্ব দেয় কিন্তু আমাদের দেশে প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের ক্ষেত্রে প্রতি পদে পদে দ্বি-মুখী আচরণ করা হয়।আসুন প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের প্রতি আমাদের কিছু দ্বি-মুখী আচরণের নমুনা দেখি।

কিছু অতি বুদ্ধিজীবী বলেন প্রাথমিক শিক্ষকতা পেশায় মেধাবীদের প্রয়োজন নেই,এসএসসি পাশ হলেই যথেষ্ট।অথচ এরাই আবার প্রাথমিক শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে বলবেন প্রাইমারীর মাস্টাররা ইংরেজি রিডিং পারেনা।

বলা হবে প্রাথমিক শিক্ষকতা পেশায় মহিলা শিক্ষকদের প্রয়োজন বেশী কারণ তারা মায়ের আদর দিয়ে পড়ায় অথচ এরাই আবার বলে বেড়াবে প্রাথমিকের মহিলা শিক্ষকরা স্কুলে পড়ায়না,শুধু গল্পগুজবে ব্যস্ত থাকে ও উকুন বাছে।

মেধাবী শিক্ষকদের বলা হবে আপনি এত মেধাবী হয়ে প্রাথমিকে আসলেন কেন অথচ এরাই আবার বলবে উন্নত দেশের প্রাথমিক শিক্ষকরা মেধাবী,আমাদের দেশের প্রাথমিক শিক্ষকরা কি মেধাবী?

সরকার শুধু স্নাতকধারীদের ভিন্ন উচ্চতর গ্রেড দিতে চাইলে মায়াকান্না করে বলা হবে একই পদে ভিন্ন গ্রেড দিলে শিক্ষকদের সাথে বৈষম্য করা হবে,একই পদে কখনো ভিন্ন গ্রেড হতে পারেনা,কিন্তু একই পদের যখন যখন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মহিলাদের জন্য এইচএসসি ও পুরুষদের জন্য স্নাতক ছিল তখন এরাই মুখে কুলুপ এটে ছিল অথবা এরাই বলতো আপনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেও যা আর উনি এইচএসসি পাশ করেও তা।

কোন মেধাবী শিক্ষার্থী যদি প্রাথমিক শিক্ষকতা পেশায় যোগদান করে,এরা বলে এত পড়াশুনা করে শেষ পর্যন্ত প্রাইমারীতে ঢুকলা,প্রাইমারী মাস্টারদের আর কয় টাকা বেতন? অথচ এই শিক্ষকরা যখন নায্য বেতন বৃদ্ধির জন্য সরকারের কাছে দাবী জানাবে/আন্দোলন করবে তখন এরাই বলবে প্রাইমারী মাস্টারদের সরকার এত দেয় তবুও এদের পেট ভরেনা,খালি খাই খাই স্বভাব।

মুখে মুখে বলবে প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার ভিত্তি, ভিত্তি মজবুত না হলে বাকি সবকিছু ধ্বসে পড়বে কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে কম সুযোগ সুবিধা দেয়া হবে প্রাথমিকে।

প্রাথমিক শিক্ষকদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দেখানো অথচ সেই প্রাথমিক শিক্ষকের নিজেরই  উন্নত জীবনের কোন স্বপ্ন দেখার অধিকার থাকবেনা কারণ তার পরিবারে নুন আনতে পান্তা ফুরাবে।

প্রাথমিক শিক্ষকদের বেতন দেয়া হবে খুবই নিম্ম যাতে শিক্ষকরা সংসার চালাতে টানাটানিতে পড়ে যায়,অন্যদিকে সমাজে একটা কথা জোরসোরে প্রচলন করবে যে প্রাইমারীর মাস্টাররা খুবই কৃপণ।

সকল শিক্ষার ভিত্তি এই প্রাথমিক শিক্ষা ও মানুষ গড়ার আসল কারিগর প্রাথমিক শিক্ষকদের নিয়ে কেন এই দ্বি-মুখী আচরণ করা হচ্ছে?

আরো পড়ুন
নিজেই ঘরে বসে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে পারবেন
ইউএনও অফিসের দারোয়ান-ড্রাইভারও প্রাথমিক শিক্ষকের চেয়ে বেশি বেতন পায়-অধ্যাপক কামরুল হাসান
শিক্ষকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন প্রাথমিক শিক্ষকরা-অধ্যাপক ড.জাফর ইকবাল

Check Also

স্কুল টিচার

উন্নত দেশসমূহে প্রাথমিক শিক্ষকদের মর্যাদা কেমন,নিয়োগ দেওয়া হয় কিভাবে?

প্রাথমিক শিক্ষকদের বেতন বছরে প্রায় ৩৮ লক্ষ টাকা। এমন চাকরি কে না চায়। তবে চাকরিটা …

বাংলাদেশ ব্যাংক

আগামী রবিবার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে

বাংলাদেশ ব্যাংক করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রবিবার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) …

আপনার মতামত জানান