প্রাথমিকে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ভর্তি শেষ করার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থী ভর্তি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজকে ৫ জানুয়ারী রোজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা সকল বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের  কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‌ফেব্রুয়ারির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা নেয়া যাবে না।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে প্রাক-প্রাথমিক ও ১ম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভর্তিচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্ট্রারে লিখে রেখে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়, শিক্ষার্থী, অসুস্থ শিক্ষক,কর্মচারী ও সন্তানসম্ভবা শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত রাখা থেকে বিরত রাখতে হবে।

অভিভাবকদের অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য  অনুরোধ করতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেবেন।

নির্দেশনায় আরো বলা হয়,বেসরকারি কিন্ডারগার্টেন বা স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যেসব শিক্ষার্থী করোনা ভাইরাসের কারণে বিদ্যালয়বিহীন হয়ে পড়েছেন,তাদেরকে সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ব্যবস্থা করতে হবে ।

আরো পড়ুন
করোনায় বিট্রেন লকডাউন,সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা বিট্রিশ প্রধানমন্ত্রীর
শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত প্রাথমিকের নিয়োগ পরীক্ষার আয়োজন সম্ভব নয়
সরকারি চাকরিতে কোটা পুনরায় চালুর দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
স্কুলগুলো ভ্যাকসিন আসার পরে পরিস্থিতি দেখে খুলে দেয়ার পরিকল্পনা

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান