মাননীয় প্রধানমন্ত্রী আজ বই বিতরণ উৎসব উদ্বোধন করবেন

সরকার করোনা পরিস্থিতির মধ্যেও  প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছেন। আজকে ৩১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার  গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এক অনুষ্ঠানে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ।

এদিনই  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী কয়েকজন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বই বিতরণের উদ্বোধন করবেন  ।

সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পরের দিন ১ জানুয়ারি বই বিতরণ শুরু হবে। অতপর ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ৩দিন করে মোট ১২দিন  নতুন বই বিতরণ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এবার পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না। তবে মুজিববর্ষ উপলক্ষে এবার বইয়ের প্রচ্ছদে নতুনত্ব আনা হয়েছে। বঙ্গবন্ধু, স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন স্থিরচিত্র ক্যাপশনসহ পাঠ্যপুস্তকের পেছনের মলাটে  সংযোজন করা হয়েছে। প্রায় ৩৫ কোটি বই এবার ছাপা হয়েছে ।

২০২১ সালে সর্বমোট পাঠ্যপুস্তকের সংখ্যা ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৫৫টি বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর মধ্যে ২ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৬৭১টি বই ১ম-২য় শ্রেণির শিক্ষার্থীর জন্য , ৬ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৩৭৪টি বই ৩য়-৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য।

এদের মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রী) শিশুদের জন্য ৫টি ভাষায় প্রাক-প্রাথমিক থেকে ৩য় শ্রেণি পর্যন্ত প্রায় ২ লাখ ১৩ হাজার ২৮৮টি বিশেষ ভাষায় বই বিতরণ করা হবে।

তবে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা তাদের ভাষায় শুধু বাংলা বইটি পাবে। এ বছর সাঁওতাল ভাষায় পাঠ্যপুস্তক দেয়া সম্ভব হচ্ছে না।এবার ৯ হাজার ১৯৬ জন দৃষ্টিপ্রতিবন্ধীর জন্য ব্রেইল পদ্ধতির বই বিতরণ করা হবে।

মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার কপি বই মুদ্রণ করার কাজ চলমান রয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,।

২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকার শিক্ষাকে মানসম্মত করা এবং ঝরে পড়ার হার রোধ করতে প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’ করে আসছেন।  সারাদেশের শিক্ষার্থীদের হাতে এদিন বিনামূল্যে বই তুলে দেয়া হয়।

আরো পড়ুন
বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্স তুলে দেয়া হচ্ছে
নগদের উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রিতে যেসব নির্দেশনা অনুসরণ করবেন
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাও গ্রামে গিয়ে স্কুলে পড়াবেন

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান