প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

করোনা ভাইরাসের প্রকোপ  চলমান থাকার কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গতকাল ২৫ অক্টোবর রোজ রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর(ডিপিই) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে ৯টি বিভাগের বিভাগীয় উপ-পরিচালকদের কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।তাই এ অবস্থায় শিক্ষকদের সকল ধরনের বদলি বন্ধ রাখা সমীচীন।

তাই করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের সব ধরনের বদলি বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা ছাড়াও সকল উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে সারাদেশে ৬৫ হাজারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লক্ষেরও বেশি শিক্ষক কর্মরত রয়েছেন।

আরো পড়ুন
ভালো জাতি তৈরি করতে সবার আগে প্রাথমিক বিদ্যালয়ের দিকে নজর দিতে হবে-অধ্যাপক নজরুল ইসলাম
প্রাথমিক শিক্ষক নিয়োগে সকল ধরণের কোটা বাতিল চেয়ে সরকারকে উকিল নোটিশ
২০২১ সাল থেকেই প্রাইমারী,হাইস্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি ২দিন চুড়ান্ত হচ্ছে

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান