প্রাথমিক বিদ্যালয়গুলোকে বাদ রেখে বাকি সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিল পাকিস্তান

করোনার কারণে দীর্ঘদিন ধরে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পর প্রাথমিক বিদ্যালয় ছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার  সিদ্ধান্ত নিল পাকিস্তান।

কাতারের বিখ্যাত আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, গত ছয় মাস পর আজকে মঙ্গলবার মাধ্যমিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়  পুনরায় খুলে দেয়া হচ্ছে পাকিস্তানে।

করোনার প্রকোপের কারণে দীর্ঘদিন ধরে অন্য দেশগুলোর ন্যায় পাকিস্তান সরকার সেদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে।বর্তমানে পাকিস্তানে করোনার প্রকোপ কমে আসার কারণে প্রাথমিক বিদ্যায়গুলো ছাড়া বাকি সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সেদেশের কর্তৃপক্ষ সম্মত হয়েছে।

পাকিস্তান সরকার জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান চালুর পর করোনা ভাইরাস যাতে ছড়িয়ে যেতে না পারে সেজন্য কঠোরভাবে বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

পাকিস্তানে এখন পর্যন্ত ৩ লক্ষ দুই হাজার চারশত ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৬ হাজার তিনশত ৮৯ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২লক্ষ ৯০ হাজার দুইশত ৬১ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন মাত্র ৫ হাজার সাতশ ৭৪ জন।

 ভারতের তুলনায় পাকিস্তান করোনায় অনেকটাই ভালো অবস্থানে রয়েছে কারণ ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৯ লক্ষ ৩০ হাজার দুইশত ৬ জন এবং মারা গেছেন ৮০ হাজার আটশত ৮ জন। এখনো ৯ লক্ষ ৯০ হাজারেরও বেশি মানুষ ভারতে করোনা আক্রান্ত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা

আরো পড়ুন

উন্নত বিশ্বে প্রাথমিক শিক্ষকের বেতন বিশ্ববিদ্যালয় শিক্ষকের চেয়ে বেশি
প্রাথমিকের শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিল
শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিবেন গণশিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয়-মন্ত্রিপরিষদ সচিব

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান