শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় এখনও হয়নি-মন্ত্রিপরিষদ সচিব

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় এখনও হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজকে (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব  মহোদয় এ কথা বলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন  থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভার্চুয়াল  বৈঠকে যোগ দেন

পঞ্চম শ্রেণির সমাপনী(পিইসি),অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি  এবং এইচএসসি পরীক্ষা বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা , সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,মাদরাসা এবং কারিগরি শিক্ষা বিভাগ পরীক্ষার বিষয় নিয়ে  আলোচনা করেছেন। তারা বিষয়টি দেখবেন এবং দেখে দ্রুত একটা সিদ্ধান্ত নিবেন।

উল্লেখ্য যে করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১৭ মার্চ ২০২০ ইং থেকে সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান