শিশুরা যেন ঘরে বসে পড়া চালিয়ে যায়,সেদিকে নজর রাখুন-প্রধানমন্ত্রী

করোনার প্রকোপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা যেন ঘরে বসে পড়া চালিয়ে যায়, সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা।

আজকে ১৮ অক্টোবর রোজ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ। তাই  যে কোনো শিশুর জন্য এটি সত্যিই খুব কষ্টকর।  এ রকম অস্বাভাবিক অবস্থা হয়তো থাকবে না তবু আমি তাদেরকে বলবো যে  । ঘরে বসে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ।

পড়ালেখার পাশাপাশি তাদের অঙ্কন ও শরীরচর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যে আর্ট করতে পারে, যে খেলাধুলা করতে পারে, সে সেটি করে নিজেদের ব্যস্ত রাখতে হবে। যখন স্কুল খোলা হবে, তখন তারা ভালোভাবে স্কুলে যাবে।

করোনার প্রকোপ থেকে বাঁচতে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশনা দেন ।

প্রধানমন্ত্রী বলেন, আমি মাস্ক পরে বক্তব্য দিচ্ছিনা কারণ আমার আশপাশে কেউ নেই। আমি একাই আছি। যারা আছেন, অনেক দূরে। সে জন্য আমার এটি সুবিধা আছে। কিন্তু যেখানে বেশি লোক সেখানে আমি নিজেও সবসময় মাস্ক পরে থাকি।

এ সময় গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স প্রান্ত থেকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বক্তব্য দেন আট বছরের নীলকাব্য।

ভিডিও কনফারেন্সে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রান্তে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান রকিবুর রহমান, সংগঠনটির মহাসচিব ও সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান